এশিয়া কাপ ২০২৩: সময়সূচি, ভেন্যু, বিস্তারিত

এশিয়া কাপ ২০২৩: সময়সূচি, ভেন্যু, বিস্তারিত


এবারের এশিয়াকাপ সবগুলো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সামনে বিশ্বকাপ ২০২৩, আয়োজক দেশ ভারত তাই সব দলগুলোই এশিয়া কাপ খেলবে বিশ্বকাপের প্রস্ততিস্বরুপ 

১৬তম এশিয়া অনুষ্ঠিত হবার কথা পাকিস্তানে এই বিষয়ে বিতর্ক আছে এশিয়া কাপ ২০২৩ সম্পর্কিত নির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করেনি এসিসি ভেন্যু, সময়সূচি প্রকাশ করলেও তা এখনও নির্দিষ্ট নয় 

এশিয়া কাপ কত তারিখ আরম্ভ হবে? কোন কোন দল অংশগ্রহণ করবে? এশিয়া কাপের ম্যাচ সমূহ কোন পদ্ধতিতে এবং কোন ফরমেটে হবে? সকল প্রশ্নের উত্তরসহ এশিয়া কাপ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হবে এই লেখায় 


এশিয়া কাপের ইতিহাস

১৯৮৪ সালে ৩টি দল নিয়ে এসিসি শুরু করে এশিয়া কাপ এর পর থেকে বছর পরপর টুর্নামেন্টটি আয়োজন করা হয় এখন পর্যন্ত ১৫টি আসর হয়েছে এই টুর্নামেন্টটিতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে ভারত এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা পাকিস্তানও এশিয়া কাপে তাদের নাম লিখিয়েছে৷ 

দল

কাপ সংখ্যা

সাল

ভারত

৭টি

১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮

শ্রীলঙ্কা

৬টি

১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪, ২০২২

পাকিস্তান

২টি

২০০০, ২০১২


বাংলাদেশ পর্যন্ত তিনবার ফাইনালে উঠেছে ২০১২, ২০১৬, এবং ২০১৮ সালে দুঃখের বিষয় একবারও বাংলাদেশ ফাইনালে জিততে পারেনি এরমধ্যে ২০১২ সালে মাত্র রানে হারে পাকিস্তানের কাছে 


এশিয়া কাপ ২০২৩: ফরমেট

১৯৮৪ সাল থেকে প্রত্যেকবারই এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে ওডিআই ফরমেটে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় কোনো দল এশিয়া কাপে অংশগ্রহণ করতে চাইছিল না এজন্য ওই আসরের ফরমেটটি ওডিআই থেকে টি২০তে পরিবর্তন করা হয় একই কারণে ২০২২ সালের এশিয়া কাপও টি২০ ফরমেটে অনুষ্ঠিত হয় এবারের ১৬তম আসরের এশিয়া কাপ ওডিআই ফরমেটে হবে 


এশিয়া কাপ ২০২৩: দল সংখ্যা

প্রথম আসরে এশিয়া কাপের দল সংখ্যা ছিল মাত্র তিনটি ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা অংশগ্রহণ করে আসরটিতে এখন এশিয়া মহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে ফলে এশিয়ায় ক্রিকেট দলের সংখ্যাও বেড়েছে শক্তিমত্তার দিক থেকে উপমহাদেশীয় দলগুলো এখন অন্য দলের সমান৷ 

এবারের আসরে ৬টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টটিতে এসিসি কাপের চ্যাম্পিয়ান দল নেপাল এবার প্রথমাবারের মত এশিয়া কাপে অংশগ্রহণ করবে ৬টি দল হলো: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান নেপাল 


এশিয়া কাপ ২০২৩: সময়সূচি ম্যাচ সংখ্যা

এশিয়া কাপের এবারের আসরটি শুরু হবে ২রা সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই সেপ্টেম্বর অক্টোবরে ওডিআই বিশ্বকাপ থাকায় মাত্র ১৬ দিনে শেষ হবে আসরটি 

এবারের এশিয়া কাপে মোট ম্যাচ হবে ১৩টি৷ ৬টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপের প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে ১টি করে ম্যাচ খেলবে এভাবে মোট ম্যাচ হবে ৬টি 

গ্রুপ-

গ্রুপ- বি

ভারত

শ্রীলঙ্কা

পাকিস্তান

বাংলাদেশ

নেপাল

আফগানিস্তান


প্রতি গ্রুপ থেকে প্রথম দুই দল পৌছে যাবে সুপার ফোরে ওইখানে ৪টি দল একে ওপের সাথে ১টি করে ম্যাচ খেলবে এখানে মোট ম্যাচ হবে ৬টি দলের প্রথম দুই দল খেলবে ফাইনাল 


এশিয়া কাপ ২০২৩: ভেন্যু

১৬তম আসরের জন্য পাকিস্তান মোট ৪টি ভেন্যু প্রস্তুত করেছে নিচের ছকে ভেন্যুগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হলো:

স্টেডিয়ামের নাম

শহর

ধারণক্ষমতা

মুলতান ক্রিকেট স্টেডিয়াম

মুলতান

৩৫০০০

জাতীয় স্টেডিয়াম করাচি

করাচি

৩৪০০০

গাদ্দাফি স্টেডিয়াম

লাহোর

২৭০০০

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

রাওয়ালপিন্ডি

১৫০০০


ভারত কি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে?

পাকিস্তান ২০২৩ এশিয়া কাপ আয়োজন করবে, ঘোষণার পরে বিসিসিআই বলেছে তারা ২০২৩ এশিয়া কাপে অংশগ্রহণ করবেনা ঘোষণার পরে পিসিবি বলে তারা ২০২৩ ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে যাবেনা আইসিসি বিসিসিআই বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালে পাকিস্তান ২০২৩ ওডিআই বিশ্বকাপ খেলতে রাজি হয়

পিসিবি ভারতকে এই এশিয়া কাপে অংশগ্রহণ করানোর জন্য হাইব্রিড মডেল প্রকাশ করে হাইব্রিড মডেল অনু্যায়ি এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে হবে এবং বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে কিন্তু এই মডেল অনুযায়ি খেলতে রাজি নয় বাংলাদেশ শ্রীলঙ্কা 

তাই এখনো নির্দিষ্ট নয় এশিয়া কাপ ২০২৩ আসরটি যদি পাকিস্তানে অনুষ্ঠিত না হয় তাহলে শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ আয়োজন করবে এবারের এশিয়া কাপ 


শেষ কথা

নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ না হওয়ায় অনেকই ভুল তথ্য দিয়ে ক্রিকেটপ্রেমীদের বিবভ্রান্ত করছে এই লেখাটিতে সকল তথ্য বিশ্বাসযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে৷ তাই উপরিউক্ত তথ্যে ভুল থাকার সম্ভবনা অনেক কম 

আশাকরি উপরের লেখাটি পড়ে আপনি এশিয়া কাপ ২০২৩ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন ক্রিকেট সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন 

Post a Comment

0 Comments