Ways to watch World Cup live in Qatar

আসসালামু আলাইকুম, চলতি বছরের ২০শে নভেম্বর থেকেশুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবল মহারণের ২২ তম আসর "কাতার বিশ্বকাপ"। এই খেলা-যুদ্ধ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। এবছর মোট ৩২ টি দেশ নিয়ে  ৮ টি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে।



প্রতিবার যখন বিশ্বকাপের সময় আসে তখন আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন ও উত্তেজিত থাকি।  নিজেদের পছন্দের দলকে সাপোর্ট করি। পাড়াইয়-পাড়ায়,মহল্লায়-মহল্লায় হৈ-হৈ রৈ-রৈ পড়ে যায়। নিজেরা অপেক্ষা করি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য। আসন্ন বিশ্বকাপ দেখার জন্যও আপনারা অপেক্ষা করে আছেন। কিন্তু অনেকেই হয়তো চিন্তা করছেন কীভাবে অর্থাৎ কোন মাধ্যমে আনন্দের সাথে কাতার বিশ্বকাপ উপভোগ করবেন।

আজ এই চিন্তা দূর করতেই আমার এই আর্টিকেলটি আপনার সামনে। আজ আপনাদের কে জানাবো কাতার বিশ্বকাপ খেলা লাইভ দেখার নিয়ম সম্পর্কে।  তো চলুনবিস্তারিত জেনেনেওয়া যাক-


বিশ্বকাপ খেলা দেখার টিভি চ্যানেল

ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সমস্ত দেশের লোকই ঘরে বসে উপভোগ করতে পারে। ঘরে বসে বিশ্বকাপ উপভোগের বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। সেগুলোর মধ্যে টিভি চ্যানেল অন্যতম এবং জনপ্রিয়।বাংলাদেশেরসহ বিদেশি বেশ কিছু টিভি চ্যানেল রয়েছে যেগুলোতে সরাসরি বিশ্বকাপ ফুটবল লাইভ সম্প্রচার করা হয়।

আপনি চাইলে সেসব চ্যানেলে পরিবারের সকল সদস্যদের সাথে বসে আসন্ন কাতার বিশ্বকাপ খেলাটিও লাইভ উপভোগ করতে পারেন। এজন্য আপনার বাড়িতে থাকতে হবে একটি স্যাটেলাইট টিভি অথবা ডিস কানেকশন। এবারের কাতার বিশ্বকাপ লাইভ দেখার জনপ্রিয় টিভি চ্যানেল হলো টি-স্পোর্টস, স্পোর্টস১৮, স্টারস্পোর্টস, বিটিভি।

টি-স্পোর্টস

"দ্য গ্রেটেস্ট শো অন আর্থ" খ্যাত বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের টি-স্পোর্টস টিভিচ্যানেল। বাংলাদেশের প্রথম নিজস্ব ক্রীড়া চ্যানেল হিসেবে এই স্যাটেলাইট ভিত্তিক চ্যানেলে সকল ধরনের খেলা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এবারও কাতার বিশ্বকাপ লাইভ সম্প্রচার করা হবে বরং এবার বিশ্বকাপ সম্পর্কিত সকল প্রোগ্রাম ঢেলে সাজানো হচ্ছে।

লাইভ খেলা দেখানোর পাশাপাশি খেলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সাবেক খেলোয়াড়গণ এবং অনেক  ক্রীড়া তারকাদের নিয়ে টক শো অনুষ্ঠিত হবে যেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। কাতার বিশ্বকাপ সম্পর্কে  টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন- "বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু আমাদের ভাবনা এবারে একেবারেই আলাদা। ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সাথে পাল্লা দিতে চাই। সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। আশা করি, টি স্পোর্টস চ্যানেলের দর্শকরা গর্ব করে অনুষ্ঠান দেখতে পারবে।"

বিটিভি

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি। বিটিভি চ্যানেলে খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ের অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সকল ধরনের খেলার লাইভও সম্প্রচার করা হয়।প্রায় প্রতিবারই ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করে বিটিভি।তাই আশা করা হচ্ছে, এবারও কাতার বিশ্বকাপ লাইভ সরাসরি বিটিভি চ্যানেলে সম্প্রচার করা হতেপারে।তবে এবিষয়ে এখনো সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্পোর্টস ১৮ (ভারতীয়চ্যানেল)

স্পোর্টস ১৮ একটি ভারতীয় টিভি চ্যানেল। এই চ্যানেলে বিশ্বকাপ লাইভ ভারতীয়রা উপভোগ করতে পারবে।তবে বাংলাদেশের যেসকল ডিসক্যাবল প্রোভাইডার এইচ্যানেলের সংযোগ আছে তারাও বাংলাদেশ থেকে স্পোর্টস ১৮চ্যানেলে এবারের কাতার বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন। তাই আমি বলব- সকল ভারতীয়কে ওটিভিতে বিশ্বকাপ লাইভ দেখার জন্য এই চ্যানেলটি ফলো করতে।

স্টার স্পোর্টস

স্টার স্পোর্টস হলো একটি স্টার টিভি এবং ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলের মালিকানাধিন খেলাধুলা ভিত্তিক ভারতীয়  টেলিভিশন ক্যাবল নেটওয়ার্ক চ্যানেল। যার পূর্বনাম ছিল প্রাইম স্পোর্টস। এই চ্যানেলেও কাতার বিশ্বকাপ ফুটবল লাইভ সম্প্রচার করা হবে।বাংলাদেশের প্রায় সকল ডিসক্যাবল প্রোভাইডের এই চ্যানেলের সংযোগ আছে।

মোবাইলে কাতার বিশ্বকাপ খেলা দেখার অ্যাপ

জরুরি কোনো প্রয়োজনে অথবা নানা কাজের ব্যস্ততায় হয়তো অনেক বিশ্বকাপ ভক্তের পক্ষে  ঘরে বসে টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপ উপভোগ করা সম্ভব নয়। তাদের জন্যও আছে বিশাল সুযোগ, সেটি হলো মোবাইল আ্যপের মাধ্যমে কাতার বিশ্বকাপ লাইভ দেখা।

শুধু একটি আ্যন্ড্রোয়েড ফোনওইন্টারনেটসংযোগের সাহায্যেই যে কেউ যেকোনো স্থান থেকে কাতার বিশ্বকাপ লাইভ দেখতে পারবে। মোবাইলে খেলা দেখার জন্য কিছু জনপ্রিয় আ্যপ রয়েছে সেগুলোর মধ্যে জনপ্রিয় কয়েকটি আ্যপ হলো-

Toffee

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হলো টফি আ্যপ।এবারেরকাতার বিশ্বকাপ লাইভ দেখার অন্যতম উপায় হলো টফি অ্যাপ ব্যবহারকরা। টফি আ্যপ বাংলাদেশের বাংলালিংক কোম্পানির স্বত্বগত একটি জনপ্রিয় আ্যপ, যেটি গান, মুভি, খেলার লাইভ ইত্যাদি ভিডিও স্ট্রিমিংয়ের জন্য বহুল জনপ্রিয়। টফি আ্যপ এবারের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে নেয় কে স্পোর্টস চ্যানেলের সাথে একটি সাব-লাইসেন্সিং এর মাধ্যমে। তাই, কাতার বিশ্বকাপ লাইভ দেখার উপায় হিসেবে আপনি এই টফি আ্যপটি বেছে নিতে পারেন। বাংলালিংক মালিকানাধীন এই টফি আ্যপটি কাতার বিশ্বকাপ লাইভ দেখার সুবিধা দেওয়ার জন্য সকল নেটওয়ার্ক গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Yacine TV (ভিপিএন ব্যবহার করতে হবে)

Yacine TV খেলাসহ যাবতীয় ভিডিও দেখার জন্য একটা অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল। এই চ্যানেলে অন্যতম বৈশিষ্ট্য হলো আরবীয় এবং ফ্রান্স দেশের অধীবাসীদের জন্য তাদের ভাষায় ভিডিও টেলিকাস্ট করা হয়। Yacine TV কর্তৃপক্ষ ইতোমধ্যে বাজারে এর মোবাইল আ্যপ্লিকেশন এনেছে। যার মাধ্যমে আপনি আপনার এন্ড্রোয়েড থেকে সহজেই খেলা দেখতে পারেন। এক্ষেত্রে আপনি পৃথিবীর যে দেশেই অবস্থান করুন। এবারের কাতার বিশ্বকাপও Yacine TV আ্যপে লাইভ দেখা যাবে।সেক্ষেত্রে আপনার ফোনে একটি ভালো মানের ভিপি এনকানেকশন থাকতেহবে।

JioChinema

JioChinemaআ্যপটি ভারতেরঅন্যতম জনপ্রিয় আ্যপ,যেটি টিভিশো, সিরিয়াল,সিনেমা এবং খেলা দেখার জন্য। এই আ্যপটি ব্যবহার করতে আপনার কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না, নেই কোনো রেজিষ্ট্রেশন অথবা সাইন-আপের ঝামেলা।

আপনি এই আ্যপে এবারের কাতার বিশ্বকাপ লাইভও দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই আ্যপটি আপনি প্লে-স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে শুধু ইন্সটল করেই বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন। পাশাপাশি, বিভিন্ন ভাষায় ধারাভাষ্য শোনা যাবে JioChinemaতে। এছাড়াও, বিশ্বখ্যাত সাবেক ফুটবলারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন টক শো।

কাতার বিশ্বকাপ খেলার লাইভ স্কোর জানার উপায়

ইন্টারনেটের বদৌলতে আজকাল সবধরনের খেলার আপডেট খুব সহজেই রাখা যায়। খেলার সময়, খেলার স্কোরের আপডেটও আমরা সহজেই জেনে যাই প্রযুক্তির কল্যাণে। আপনি কাতার বিশ্বকাপসহ যেকোনো খেলার স্কোর জানতে গুগল স্পোর্টস স্নিপেটের সাহায্য নিতে পারেন।

আপনি খেলার নাম গুগলে যেমন-"Fifa world cup" লিখে সার্চ দিলই আপনার চোখের সামনে খেলার স্কোরসহ সকল আপডেট চলে আসবে।

শেষ কথা

কাতার বিশ্বকাপ লাইভ দেখার উপায় হিসেবে আমাদের দেখানো মাধ্যমগুলো আপনি ফলো করতে পারেন এবং সহজেই কাতার বিশ্বকাপ লাইভ উপভোগ করতে পারবেন।আশা করি, আমাদের আর্টিকেলটি আপনার কাজে এসেছে। আরও কিছু জানতে আমাদেরকে প্রশ্ন করতেপারেন। ধন্যবাদ।   

Post a Comment

0 Comments