How To Watch Bpl Live 2024

আসসালামু আলাইকুম! শীঘ্রই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর অর্থাৎ বিপিএল ২০২৩। বাংলাদেশে বিপিএল এক তুমুল জনপ্রিয় খেলা যার প্রথম সূচনা হয়েছিল ২০১২ সালের ১০ ফেব্রুয়ারিতে।

প্রতিবারই বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়াই ক্রিকেটপ্রেমিরা খুবই উন্মাদনায় থাকে। তারা আগাম প্রস্তুতি নিতে থাকে কিভাবে বিপিএলের সকল ম্যাচ সরাসরি উপভোগ করা যায়। আর আজকের লেখালেখিও ঠিক সেজন্যই।

বিপিএল ২০২৩ লাইভ দেখার নিয়ম

আজ আপনাদের উন্মাদনার কথা মাথায় রেখে এই আর্টিকেলটি সাজিয়েছি। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন বিপিএল ২০২৩ লাইভ খেলা দেখার নিয়ম।

একনজরে বিপিএল ২০২৩ সম্পর্কে

আসন্ন বিপিএল ম্যাচের আসর হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ন। বিপিএল ২০২৩ এ অনুষ্ঠিত হবে মোট ৭টি দলের মধ্যে, যার মালিকানা ৭টি ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানের হাতে। সকল টিমে দক্ষ প্লেয়ারদের সমাবেশ ঘটানো হয়েছে। এজন্যই এটি অত্যন্ত উন্মাদনাপ্রবণ খেলা হতে যাচ্ছে। এ বছর যে ৭টি দলের খেলা হতে যাচ্ছে-

  • ঢাকা ডমিনেটর্স
  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স
  • খুলনা টাইগার্স
  • ফরচুন বরিশাল
  • রংপুর রাইডার্স
  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
  • সিলেট স্ট্রাইকার্স

বিপিএল ২০২৩ লাইভ খেলা দেখার নিয়ম

সারাদিনে আমরা কাজের ব্যস্ততার মধ্যে থাকি। যার জন্য সবসময় টেলিভিশনের মাধ্যমে খেলা দেখা সম্ভব হয়না। আমরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকি বা এমন জায়গায় থাকি যেখানে টেলিভিশন নেই।
তখন খেলা দেখা নিয়ে পড়ে যায় আমরা দুশ্চিন্তায়। আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনাকে আর চিন্তা করতে হবে না বিপিএল ২০২৩ লাইভ দেখা নিয়ে। আপনি বাড়ির বাইরে থেকেও খুব সহজেই বিপিএলের সকল ম্যাচ উপভোগ করতে পারবেন। সেই উপায় হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে।
আপনার হাতে একটি এন্ড্রয়েড ফোন থাকলে আর কোনো চিন্তা নেই। আপনি চাইলেই যেখানে খুশি সেখানে থেকেই লাইভ খেলা দেখা ও স্কোরসহ সবকিছু উপভোগ করতে পারবেন। এখন কথা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে খেলা দেখবেন? তো চলুন জানা যাক।

মোবাইলে বিপিএল ২০২৩ দেখার নিয়ম

আধুনিক স্মার্ট ফোনে বেশ কিছু আ্যপসহ অনেক মাধ্যম রয়েছে যেগুলো ব্যবহার করে দুর্দান্ত খেলা দেখা যায়। সেসব জনপ্রিয় আ্যপসগুলো হলো-

Tsports

টি স্পোর্টস আ্যপ একটি অন্যতম জনপ্রিয় আ্যপ। এটি দেশের প্রথম ক্রীড়া চ্যানেলের অফিশিয়াল আ্যপ। এই আ্যপ ব্যাবহারের মাধ্যমেও আপনি বিপিএল ২০২৩ উপভোগ করতে পারবেন।


টি স্পোর্টসের অরিজিনাল আ্যপটি আপনি টি স্পোর্টস এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলেই পেয়ে যাবেন। সেখানে ডাউনলোড আইকনে ক্লিক করলেই আ্যপটি ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া গুগল প্লে-স্টোরে Millennium Media Limited লিখে সার্চ দিলে প্রথম যে আ্যপটি আসবে সেটিই হলো টি-স্পোর্টস এর অফিশিয়াল আ্যপ। অথবা এই লিংকে ক্লিক করেও অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপটি পেতে পারেন।
এই আ্যপ ব্যাবহারের কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। টি স্পোর্টস চ্যানেলে লাইভ সম্প্রচারের পাশাপাশি টি স্পোর্টস আ্যপেও স্ট্রিমিং করা হয়।

Rabbitholebd App

এটি একটি জনপ্রিয় স্পোর্ট স্ট্রিমিং মাধ্যম। এই আ্যপ ব্যবহারের মাধ্যমে আপনি ক্রিকেটসহ বিভিন্ন রকম খেলা লাইভ দেখতে পারবেন। এই আ্যপটি গুগল প্লে-স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। অথবা এখানে ক্লিক করেও ইনস্টল করতে পারবেন।

সেখান থেকে ডাউনলোড করলেই আ্যপটি আপনি ব্যবহার করতে পারবেন। আ্যপটিতে কিছু চ্যানেল উপভোগ করতে সাবস্ক্রিপশন ফি দিতে হয়।

Toffee

টফি বাংলালিংকের মালিকানাধীন একটি আ্যপ। এই আ্যপটি স্পোর্ট স্ট্রিমিং এর জন্য এক অতি পরিচিত ডিজিটাল প্ল্যাটফর্ম।

২০২২ সালের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এই অ্যাপে লাওভ স্ট্রিম করা হয়েছে যা বাংলাদেশের কোটি কোটি দর্শক উপভোগ করেছে। এছাড়া এই প্ল্যাটফর্ম নাটক, মুভি,গানসহ সকল ধরনের লাইভ খেলা সম্প্রচারের জন্য খুবই জনপ্রিয়।

এই আ্যপে সকল চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে। এটি ব্যবহারে কোনো সাবস্ক্রিপশন ফি নেই।  এটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে অথবা এই লিংকে ক্লিক করেও ইনস্টল করতে পারেন। ইনস্টল করে আ্যপে প্রবেশ করলেই আপনি আ্যপটি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন।


Youtube-এ বিপিএল ২০২৩ লাইভ দেখার উপায়

এছাড়াও, মোবাইল আ্যপে খেলা দেখতে না চাইলেও রয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেলসমূহ। যেখানে লাইভ খেলা স্ট্রিম করা হয়। যেমন- Rabbitholebd এর ইউটিউব চ্যানেল।

এই চ্যানেলটি ক্রিকেটসহ সবধরনের খেলার জন্য জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং মাধ্যম। এছাড়াও আরও অনেক পরিচিত ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোতে লাইভ খেলা সরাসরি স্ট্রিম করা হয়। এক্ষেত্রে আপনি জিটিভি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিও দেখতে পারেন।

অন্যদিকে যারা মনে করেন ইউটিউব চ্যানেলেও দেখবেন না তারা বিভিন্ন টিভি চ্যানেলের অফিশিয়াল ওয়েবসাইটেও খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে যেমন- টি-স্পোর্টস, Rabbitholebd এর অফিশিয়াল ওয়েবসাইটেও লাইভ খেলা স্ট্রিম করা হয়। যদিও, Rabbitholebd এর কোনো টিভি চ্যানেল নেই।

বিপিএল ২০২৩ লাইভ দেখার টিভি চ্যানেল

ডিজিটাল যুগে স্মার্ট ডিভাইসের ব্যবহারই বেশি। বর্তমানে হাতের একটি স্মার্ট ফোনই যথেষ্ট প্রায় সব প্রয়োজন মেটাতে। তবে, টেলিভিশনের মাধ্যমে পরিবার, বন্ধুবান্ধবের সাথে খেলা উপভোগ করা অন্যতম আনন্দঘন মুহুর্ত।

তাই আপনারা যারা টেলিভিশনে বিপিএল ২০২৩ লাইভ খেলা দেখতে চান তারা নিচের জনপ্রিয় চ্যানেলগুলোর যেকোনো একটি নির্বাচন পারেন।

  • টি-স্পোর্টস
  • গাজী টিভি
  • বিটিভি
  • মাছরাঙা টেলিভিশন

শেষকথা

বিপিএল ২০২৩ লাইভ খেলা দেখা নিয়ে আর নেই কোনো চিন্তা৷ আশা করি, স্পোর্টস লাভারদের জন্য আমাদের আর্টিকেলটি খুবই হেল্পফুল হবে। উপরে আমাদের দেখানো যেকোনো একটি উপায় অবলম্বন করলেই আপনি সহজেই বিপিএল ম্যাচ উপভোগ করতে পারবেন। বিপিএল ২০২৩ সম্পর্কে আরও কিছু জানতে কমেন্ট করতে পারেন।

Post a Comment

0 Comments