আপনারা যারা ক্রিকেট খেলাকে পছন্দ করেন এবং ঘরে বসে সরাসরি খেলা উপভোগ করতে চান, তাদের জন্য আজকের আর্টিকেলটি বেশ উপকারী হবে। কারণ আজ আপনাদেরকে ক্রিকেট খেলা লাইভ দেখার উপায় সম্পর্কে জানাবো। সামনে যেহেতু বিপিএল এর আসর, আপনারা হয়তো সবাই ভাবনায় ছিলেন বিপিএলের ম্যাচ দেখা নিয়ে। তো চলুন, শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে নিন
ক্রিকেট খেলা লাইভ দেখার উপায়
জনপ্রিয় এই ক্রিকেট খেলা লাইভ দেখার উপায় হিসেবে আজ আপনাদেরকে দুটি মাধ্যম সম্পর্কে জানাবো। প্রথমত টিভি চ্যানেল এবং দ্বিতীয়ত মোবাইল অ্যাপ।
ক্রিকেট খেলা লাইভ দেখার টিভি চ্যানেল
অনেক আগে থেকেই টিভি চ্যানেলে ক্রিকেটসহ যেকোনো খেলার লাইভ সরাসরি সম্প্রচার করা হয়। আমরা প্রায় মানুষই টিভি চ্যানেলে বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যের সাথে খেলা উপভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ক্রিকেট খেলা লাইভ দেখার কয়েকটি টিভি চ্যানেল হলো-
- টি-স্পোর্টস চ্যানেল
- জিটিভি চ্যানেল
- মাছরাঙা চ্যানেল
- বিটিভি
মোবাইলের ক্রিকেট খেলা লাইভ দেখার উপায়
আজকের এই আর্টিকেলে মূলত আপনাদেরকে মোবাইল আ্যপের মাধ্যমে ক্রিকেট খেলা লাইভ দেখার উপায় সম্পর্কে জানাবো। অনেকেই কাজের ব্যস্ততায় টেলিভিশনের সামনে থাকতে পারেন না। এছাড়াও, প্রযুক্তির এই যুগে আজকাল ছোট-থেকে বড় প্রায় সবার হাতেই আ্যন্ডোয়েড ফোন আছে, যেকারণে বর্তমান সময়ে মোবাইলেই খেলা দেখা বেশি জনপ্রিয়।
তবে, অনেকেই হয়তো জানেন না আন্ড্রোয়েড ফোনে কোন কোন আ্যপ থেকে সরাসরি খেলা দেখা যায়। মোবাইলে ক্রিকেট খেলা লাইভ দেখার অ্যাপ হলো
১. টফি আ্যপঃ
টফি আ্যপ হলো বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং মাধ্যম। টফি আ্যপে ন্যাশনাল-ইন্টারন্যাশনাল লেভেলের সকল ক্রিকেট খেলা লাইভ সম্প্রচার করা হয়। টফি আ্যপের স্বত্বাধিকার বাংলালিংক কোম্পানির হাতে হওয়ায় এই আ্যপ ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। মোবাইল ক্রিকেট লাইভ দেখার উপায় হিসেবে টফি আ্যপ নিশ্চিন্তে ব্যবহার করাই যায়।
২. টি-স্পোর্টস আ্যপঃ
টি-স্পোর্টস বাংলাদেশের প্রথম এবং সম্পূর্ণ ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল। অন্যান্য সব চ্যানেলে লাইভ খেলা সম্প্রচার করা হলেও, এই চ্যানেলে একটু ভিন্নরকম আয়োজনের মধ্যে সম্প্রচার করা হয়। টি-স্পোর্টস টিভি চ্যানেলের জনপ্রিয়তার হাত ধরে এর মোবাইল আ্যপ্লিকেশন তৈরি করে কর্তৃপক্ষ।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপ স্টোর দুই জয়ায়গাতেই অ্যাপটি পাওয়া যাচ্ছে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে ইনস্টল করে ব্যবহার করতে পারবে।
৩. র্যাবিটহোল বিডি আ্যপঃ
নতুন হলে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করা খেলাধুলা বিষয়ক একটি প্ল্যাটফর্ম হলো র্যাবিটহোল বিডি। এটির ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট সবই রয়েছে। র্যাবিটহোল বিডি অ্যাপে খুব সহজেই স্বাচ্ছন্দ্যে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলা সরাসরি উপভোগ করা যায়।
তবে এই অ্যাপে সব খেলা বিনামূল্যে দেখার সুযোগ নেই, কিছু কিছু খেলা লাইভ দেখতে হলে Rabithole Prime সাবস্ক্রিপশন কিনতে হয়। তবে সকল খেলার হাইলাইটস কিন্তু ফ্রিতেই দেখা যায়। তাই আমার মনে হয় আপনি যদি মোবাইলে সরাসরি ক্রিকেট খেলা দেখতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন।
৫. Sony LIV: Sony Liv
অ্যাপটি একটি ভারতীয় আ্যপ, যার মালিক "সনি পিকচার্স নেটওয়ার্কস"। এই আ্যপে আপনি খেলা থেকে শুরু করে সবরকম ইভেন্ট কোনোরকম সাবস্ক্রিপশন ফি বাদেও উপভোগ করতে পারবেন। কারণ এটি বিনামূল্যে এবং সাবস্কিপশন ফি দিয়ে উভয় মাধ্যমেই ব্যবহার করা যায়। এই আ্যপে সবধরনের খেলারই লাইভ সম্প্রচার করা হয়। তাই, আপনি যদি একজন ভারতীয় হন তাহলে ক্রিকেট খেলা লাইভ দেখার উপায় হিসেবে এই আ্যপটি বেছে নিতে পারেন।
৭. Jio Cinema app:
এই আ্যপেও আপনি কোনোরকম রেজিষ্ট্রেশন এবং সাবস্ক্রিপশন ঝামেলা বাদেই খেলা লাইভ দেখতে পারবেন। এটি আপনি গুগল প্লে-স্টোরে খুঁজে পাবেন। ক্রিকেট খেলা লাইভ দেখার জন্য আপনি এই আপনি আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। এছাড়া এই অ্যাপে ফিফা বিশ্বকাপ ২০২২ সরাসরি সম্প্রচার করা হয়।
৮. Yacine TV
যেকোনো ধরনের খেলা সরাসরি উপভোগ করার ক্ষেত্রে আরেকটি জনপ্রিয় মোবাইল অ্যাপ হলো Yacine TV. অন্যান্য অ্যাপের তুলনায় এই অ্যাপে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে বাফারিং খুবই কম হয় এবং অনেক টিভি চ্যানেল রয়েছে। কোনো একটি চ্যানেলে খেলা দেখতে সমস্যা হলে একই খেলা অন্য চ্যানেলগুলোতে দেখতে পারবেন, যা এই অ্যাপের ভালো দিক। খেলাপ্রেমিদের কাছে এটি খুবই জনপ্রিয় মাধ্যম।
যেহেতু এই অ্যাপটিও থার্ড-পার্টি এবং পাইরেসির মাধ্যমে প্রোগ্রামগুলো লাইভ স্ট্রিম করে সেহতু এটিও গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। এজন্য গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে।
শেষকথা
এই অ্যাপগুলো ছাড়াও আরো অনেক অ্যাপ রয়েছে যাতে ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টনসহ নানা খেলা সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। তবে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো অ্যাপগুলো তুলে ধরার জন্য। আমার মনে হয় এই লিস্টের বাইরে গিয়ে আপনাকে আর কোনো অ্যাপ খুঁজতে হবে।
আশা করি, ক্রিকেট খেলা লাইভ দেখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন এবং আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। আরও কোনো প্রশ্ন থাকলে তা জানিয়ে যাবেন। আমরা আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি।
0 Comments