How to watch T-Sports live on mobile

 আসসালামু আলাইকুম, আপনারা যারা খেলা দেখার জন্য মানসম্পন্ন চ্যানেল খুঁজছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আজকে আমার এই আর্টিকেলে আলোচনা করবো একটি বিশেষ স্পোর্টস চ্যানেল সম্পর্কে। চ্যানেলটি হলো টি-স্পোর্টস, যেটি বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রফেশনাল স্পোর্টস চ্যানেল।

এই চ্যানেলের পরিচয় ও সেই সাথে টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং অনলাইন সম্পর্কে আজ সব খুটিনাটি বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন।

টি-স্পোর্টস লাইভ বাংলাদেশ

টি-স্পোর্টস লাইভ বাংলাদেশ

টি-স্পোর্টস বাংলাদেশের প্রথম একটি অনন্য ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল, যেটি বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয়। এই চ্যানেলের মালিক বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ। প্রথম দিকে বাংলাদেশিদের খেলা দেখার জন্য সেরকম মানসম্মত দেশি কোনো টিভি চ্যানেল ছিল না, ছিল শুধু জিটিভি চ্যানেল। জিটিভি চ্যানেলে খেলা দেখতে অনেক সমস্যা ফেস করতে হতো এবং সব ধরনের খেলা সরাসরি সম্প্রচার করা হতো না।


যার জন্য, অনেকেই বিদেশি চ্যানেলের দিকে আগ্রহী হতো। এ সমস্যা সমাধানের জন্যই বসুন্ধরা গ্রুপ টি-স্পোর্টস চ্যানেল প্রতিষ্ঠা করে। এই চ্যানেলের পূর্ণনাম তিতাস স্পোর্টস। বাংলাদেশে এখন বেশ কিছু চ্যানেলে লাইভ খেলা সম্প্রচার করা হলেও, টি-স্পোর্টস চ্যানেলে প্রফেশনালি সকল লাইভ খেলা সম্প্রচার করা হয়।


এছাড়াও, খেলা বিষয়ক নানা টকশো সম্প্রচার করা হয়। টি-স্পোর্টস লাইভে বাংলাদেশে ন্যাশনাল-ইন্টারন্যাশনাল লেভেলের সকল খেলা সম্প্রচার করা হয়। সম্প্রতি, বিসিবি থেকে টি-স্পোর্টস চ্যানেল খেলা সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। যার জন্য, বিসিবি কর্তৃক সকল ধরনের ম্যাচ এখানে লাইভ উপভোগ করা যাবে।


টি-স্পোর্টস চ্যানেলটি উদ্বোধন করা হয় ৯ নভেম্বর, ২০২০ সালে। এত অল্প সময়েও এই চ্যানেলের জনপ্রিয়তা অন্যসব চ্যানেলের শীর্ষে। এটি একটি স্যাটেলাইট টিভি চ্যানেল হলেও, এর ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউব চ্যানেলেও একযোগে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হয়।


এজন্য বলাই যায়, বাংলাদেশের পূর্ণাঙ্গ স্পোর্টস বিষয়ক একমাত্র টিভি চ্যানেলে হলো টি-স্পোর্টস। আমরা টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং অনলাইনের মাধ্যমে সহজেই সবরকম খেলা উপভোগ করতে পারি।

যেভাবে টি-স্পোর্টস লাইভ খেলা দেখবেন

আগেই বলেছি টি-স্পোর্টস চ্যানেল বাংলাদেশের একটি তুমুল জনপ্রিয় টিভি চ্যানেল। এই চ্যানেলে আপনি খেলা দেখার জন্য বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখন যেহেতু কাতার বিশ্বকাপের খেলা চলছে, সামনে আবার বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। যার জন্য প্রত্যেক খেলাপ্রেমির জেনে নেওয়া উচিত টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং অনলাইন সম্পর্কে। পদ্ধতিগুলো হলো-


  • টিভি চ্যানেলঃ বাংলাদেশের সকল ডিশ অপারেটরেই টি-স্পোর্টস এর চ্যানেল পেয়ে যাবে। তাই টেলিভিশনে আপনি এই চ্যানেলের সকল আয়োজন সহজে ও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।

  • ইউটিউব চ্যানেলঃ মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ইউটিউবে টি-স্পোর্টস লাইভ লিখে সার্চ দিলে টি-স্পোর্টস এর অফিসিয়াল চ্যানেল পেয়ে যাবেন। সেখানেই আপনি টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

  • ওয়েবসাইটঃ www.tsports.com ওয়েবসাইটে  মোবাইল নাম্বার, ফেসবুক আ্যাকাউন্ট অথবা গুগল আ্যকাউন্ট দিয়ে লগইন করলেেই আপনি টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং এ যেকোনো ধরনের খেলা দেখতে পারবেন। মোবাইল বা কম্পিউটার যেকোনো ডিভাইসেই দেখতে পারবেন।

  • মোবাইল অ্যাপঃ সর্বশেষ, যে পদ্ধতিটা বলবো তা হলো টি-স্পোর্টসের মোবাইল আ্যপ। গুগল প্লে-স্টোরে বেশ কয়েকটি টি-স্পোর্টস নামক আ্যপ রয়েছে যেগুলো থার্ড-পার্টি আ্যপ। আপনি টি-স্পোর্টসের অফিশিয়াল আ্যপটি পেতে এখানে ক্লিক করুন। অথবা প্লে স্টোরে Tsports লিখে সার্চ দিয়ে Millennium Media Limited কর্তৃক যে অ্যাপটি পাবলিশ করা সেটি ইনস্টল করুন।


মোবাইলে আ্যপের ক্ষেত্রেও ইনস্টল করার পরে ওপেন করে আপনার মোবাইল নাম্বার, ফেসবুক আ্যকাউন্ট বা গুগল আ্যকাউন্ট দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। তারপরেই টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

ইতিকথা

উপরের পদ্ধতিগুলোর যেকোনো একটি অবলম্বন করলেই আপনি সহজেই টি-স্পোর্টস চ্যানেলে সম্প্রচারিত সকল খেলা ও খেলা বিষয়ক অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন। টি-স্পোর্টস চ্যানেল আমাদের বাংলাদেশের সম্পদ। দেশের প্রথম মানসম্মত পূর্ণাঙ্গ ক্রীড়া চ্যানেল এটি। টি-স্পোর্টস লাইভ স্ট্রিমিং অনলাইনের মাধ্যমে দেশীয় চ্যানেলে খেলা উপভোগ করুন স্বাচ্ছন্দ্যে। ধন্যবাদ আপনাকে।


Post a Comment

0 Comments