Watching live sports on the Toffee app

আসসালামু আলাইকুম, আপনারা যারা নিজেদের মোবাইল ফোনে লাইভ খেলা দেখতে ইচ্ছুক অথচ নির্ভরযোগ্য কোনো আ্যপস খুঁজে পাচ্ছেন না। আবার অনেকে নানারকম আ্যপসের নানান সমস্যার জন্য লাইভ খেলা ভালোমতো উপভোগ করতে পারেন না। তাদের এই সমস্যা দূর করার জন্য আজকের এই আর্টিকেলটি।

আজ আপনাদেরকে একটি নির্ভরোযোগ্য আ্যপ সম্পর্কে জানাবো যেটি দিয়ে আপনারা টান-টান উত্তেজনার সাথে লাইভ খেলা উপভোগ করতে পারবেন নিজেদের মোবাইলের মাধ্যমেই। আর সেটি হলো টফি আ্যপ

টফি আ্যপে লাইভ

টফি আ্যপ বাংলালিংকের  মালিকানাধীন একটি আ্যপ, যেটি দেশের একটি অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম। এই আ্যপে গান, মুভি, নাটক, খেলা ইত্যাদি থেকে শুরু করে সব ধরনের বিনোদনই উপভোগ করা যায় যেগুলোর মধ্যে খেলাধুলা অন্যতম। এটি লাইভ খেলা দেখার জন্য একটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দিন দিন।

এই আ্যপে আপনি ১০০ টির অধিক স্যাটেলাইট চ্যানেল পাবেন, যে কারণে আপনি ইচ্ছেমতো চ্যানেল উপভোগ করতে পারবেন। একইসাথে অনেক চ্যানেল দেখতে আপনাকে আর টেলিভিশনের ওপর নির্ভরশীল হতে হবে না।

আবার টফি আ্যপের চ্যানেলগুলো যেহেতু ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে, তাই আপনাকে লাইভ খেলা দেখতে নির্দিষ্ট চ্যানেল খুজতে বেগ পেতে হবে না।

টফি আ্যপে লাইভ স্পোর্টস দেখার নিয়মাবলি

টফি আ্যপে ন্যাশনাল-ইন্টারন্যাশনাল প্রায় সকল ধরনের টুরনামেন্ট লাইভ সম্প্রচার করা হয়। তাই, আপনি সব ধরনের খেলাই দেখতে পারবেন এখানে। এটি ব্যবহার করা একদমই সহজ এর এই অ্যাপের ইউজার ইন্টারফেস খুবই সাদামাটা, যার কারণে যেকেউ সহজেই এটি ব্যবহার করতে পারেন।

প্রথমে আপনি গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে ইন্সটল করবেন। তারপর, আপনার বাংলালিংক অথবা যেকোনো অপারেটরের সীম নাম্বার দিয়ে একটি একাউন্ট রেজিষ্ট্রেশন করে নিবেন। এরপর আ্যপের মধ্যে প্রবেশ করবেন। ব্যাস, এভাবেই  আপনি টফি আ্যপ ব্যবহারের উপযোগী হয়ে গেলেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একদমই সহজ। প্রথমে মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী বাটনে চাপলে সিমে একটা ওটিপি আসবে, সেটা লিখলেই প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তী আপনি নিজের ছবি যুক্ত করা, নাম লেখাসহ বিভিন্ন তথ্য যুক্ত করে প্রোফাইল কাস্টমাইজ করে নিতে পারবেন।

টফি আ্যপে খেলা দেখার সুবিধা

টফি আ্যপ সম্পর্কে বর্ণনা দেওয়ার সময়ই টফি আ্যপে খেলা দেখার অনেক সুযোগ-সুবিধা সম্পর্কে আমি ইতোমধ্যে বর্ণনা করে ফেলেছি। বুঝতে পারেননি তো? চলুন আরেকটু ক্লিয়ার করে বলি বিষয়গুলো-

টফি আ্যপের মালিকানা যেহেতু সম্পূর্ণ বাংলালিংকের হাতে, তাই এই আ্যপে ব্যবহারের নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বাংলালিংক কোম্পানি কখনোই তার গ্রাহকের তথ্য চুরি হতে দিবে না।

এই আ্যপে ১০০টির বেশি সংখ্যক স্যাটেলাইট চ্যানেল রয়েছে, যেসব চ্যানেলগুলো একটি সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী সাজানো থাকে। তাই, এই আ্যপে লাইভ খেলা দেখতে বা অন্য যেকোনো অনুষ্ঠান উপভোগ করতে আপনি সহজেই কাঙ্ক্ষিত চ্যানেলটি খুঁজে পাবেন।

টফি আ্যপে লাইভ খেলা দেখার জন্য আগে থেকেই আপনাকে মেসেজ দিয়ে ম্যাচের সময় ও কোন চ্যানেলে লাইভ খেলা সম্প্রচার হবে তা জানিয়ে দেওয়া হবে। এটা আসলে খুবই উপকারী এবং এ অনুযায়ী আপনি পূর্বপ্রস্তুতি নিতে পারবেন।

  • টফি আ্যপ সম্পূর্ণ বিনামূল্যে প্লে-স্টোর থেকে ইনস্টল করতে পারবেন।
  • টফি আ্যপ ব্যবহারে খুব একটা বিজ্ঞাপনের ঝামেলা পোহাতে হবে না। 
  • আশা করি, টফি আ্যপে লাইভ খেলা দেখার জন্য এই সুবিধাগুলোই যথেষ্ট।

টফি আ্যপ ব্যবহারের অসুবিধা

টফি আ্যপে লাইভ খেলা দেখার তেমন কোনো অসুবিধা নেই বলতে গেলেই চলে। তবে, ভালোর বিপরীতে যেমন মন্দ আছে, তেমনি এই আ্যপেও কিছু সীমাবদ্ধতা আছেই। তবে সেগুলো এই আ্যপে লাইভ খেলা দেখার সুবিধাগুলোর কাছে খুবই সামান্য। যেমন-

আগামীতে টফি আ্যপ ব্যবহারে একটি নির্দিষ্ট সীমের সীমাবদ্ধতা আসতে পারে। 

ভবিষ্যৎ-এ ফ্রি আনলিমিটেড সাবস্ক্রিপশনের সুযোগ নাও থাকতে পারে। 

উপরের দুটি কারণ আমি এখনো সমস্যা মনে করছি না কারণ দুটোই ভবিষ্যতের সম্ভাবনা।

শেষকথা

বলা বাহুল্য, খেলা দেখার জন্য বাংলাদেশি দর্শকদের জন্য টফি একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। আপনারা খেলা দেখতে টফি আ্যপ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এখানে ভবিষ্যতে আরও নানা চমকপ্রদ ফিচার যুক্ত হতেই পারে। আশা করি, টফি আ্যপ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার করতে পেরেছি। মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সময় নিয়ে সম্পূর্ণটা পড়ার জন্য ধন্যবাদ।

Post a Comment

0 Comments